এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দুই লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ নওদাবস এলাকায় সামছুল হক সরকারের পুত্র ডাঃ সাদেক আলীর বাড়িতে তল্লাশী করে ৬ বোতল ফেনসিডিল, ৩৬২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২৯০০০(দুই লক্ষ উনত্রিশ হাজার) টাকা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন।