কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে।
সোমবার বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইলসেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর আলী (২৮) একই উপজেলার ভাংরীপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৮)।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।