এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম;-ফুটবলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৪ আগস্ট বিকালে উপজেলার বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়ভিটা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ।
অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজর সভাপতি আজিজার রহমান মাস্টার , বড়ভিটা স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পেয়ারা, বড়ভিটা ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাসেল) প্রমুখ।
খেলায় বড়ভিটা স্পোর্টিং ক্লাব ও শিমুলবাড়ী স্পোর্টিং ক্লাব অংশ নেয়। ফুটবল ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইব্রেকারে শিমুলবাড়ী স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।
Leave a Reply