এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ–
আর মাত্র কয়েকদিন বাকি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। আর এই পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মৃৎশিল্পীরা। শিল্পীদের উঠানে চলছে বাঁশ,খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার কাজ। কাজের চাপ বেশি থাকায় প্রতিমা তৈরির কাজ এগিয়ে নিতে পুরুষদেরকে সহযোগিতা করছেন বাড়ীর নারীরা।
উপজেলার খোলারহাট বাজারের মালী তপন চন্দ্র সরকারের উঠানে গিয়ে দেখা য়ায়, একজন সহকর্মীকে নিয়ে অনেক গুলো দুর্গা প্রতিমা বানানোর কাজ করছেন তিনি। কথা হলে তিনি বলেন, দশ-বারো বছর ধরে এ কাজ করে আসছি। এ বছর সাতটি প্রতিমার অর্ডার পেয়েছি। প্রতিটি প্রতিমার মুল্য দশ থেকে বারো হাজার টাকা। পূজা শুরু হওয়ার কমপক্ষে তিনদিন আগে প্রতিমা ডেলিভারী দিতে হবে। তাই বিশ্রাম নেয়ারও সময় পাচ্ছি না।
উপজেলা সদরের চন্দ্রখানা পুলের পাড় এলাকার প্রতিমা শিল্পী দীনেশ চন্দ্র রায় জানান, বাব-দাদার পেশা ছিল প্রতিমা বানানো। তাই আমিও এ পেশা ধরে আছি। এবছর পাঁচটি প্রতিমা তৈরীর অর্ডার পেয়েছি। সেগুলোর কাজ শেষ করতে প্রচুর পরিশ্রম হলেও এবছর করোনা ভাইরাসের কারনে জিনিস পত্রের দাম বেশী হওয়ায় প্রতিমায় লাভ কম হবে।
জানাগেছে, এ বছর উপজেলার ৬৪ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। দুর্গাদেবী এবার দোলায় আগমন করবেন এবং গজে চড়ে প্রত্যাগমন করবেন। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে পূজা আর ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। ঐদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তবে করোনা ভাইরাসের কারনে শারদীয় দুগা উৎসবের সব ক্ষেত্রে থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ্ ।
ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ভারত চন্দ্র রায় জানান,আমাদের উপজেলায় ৬৪ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।করনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি সস্পর্কিত ২৬ টি নির্দেশনা মেনে পূজা করা হবে।