এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর ইউনিয়ন পরিষদে যত্ন প্রকল্পের ভাতা দাবিকে কেন্দ্র করে প্রথমে বাক তর্ক পরে মারামারির ঘটনায় চেয়ারম্যানসহ এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন।
শনিবার দুপুর ২:৩০মিনিটের দিকে আজোয়াটারী এলাকার মজাহার আলীর ছেলে শহিদুল ইসলাম(৩৬) ০৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মন্ডল এর কপালে আঘাত করে। পরে চেয়ারম্যানের লোকজন শহিদুলকে ঘরের ভিতর আটকে রেখে নির্যাতন চালায় এতে শহিদুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে।এই দৃশ্য দেখে স্থানীয় জনসাধারণের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে শহিদুলকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী ও বাজারের লোকজন জানান,শহিদুল
অন্যায় করেছে কিন্তু শহিদুলকে ঘরে আটকে রেখে নির্যাতন করা ঠিক হয়নি বরং পরিবেশ অনুকূলে নিয়ে কঠোর বিচার করতে পারতেন ঘটনার ব্যাপারে হাসপাতালে শহিদুলের কাছে জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে পুষ্টি ভাতা দিবেন বলে হয়রানি করে আসছেন। আজ আমাকে বিনা কারণে তার লোকজন ঘরে আটকে রেখে নির্যাতন চালায়।
এ দিকে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল জানান, শহিদুল আমার কাছে জোর-জুলুম করে পুষ্টি ভাতার ভাগ চেয়েছে তা না দেয়ার কারনে চরম উত্তেজিত হয়ে সে আমাকে আঘাত করে।