জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৬ নভেম্বর বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলা নদীতে থানা পুলিশ অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ ।এ সময় মাঝিদের মাছ মারা জাল জব্দ করেছেন পুলিশ।
বুধবার সকালে ফুলবাড়ী থানার পুলিশের একটি দল উপজেলার সোনাই কাজী খেয়ার ঘাট এলাকা থেকে মালামাল গুলো জব্দ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যায়। তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোরুকমন্ডপ এলাকার মাদক ব্যবসায়ীরা নৌকা যোগে নদী পথে গাঁজা পার করার জন্য চেষ্টা করেছে । এমন গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কেজি গাঁজা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।