কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অফিস, স্কুল, কলেজের পথচারীরা। রাস্তায় সবসময় দুরর্গ্ধ যুক্ত পানি জমে থাকে। সরে জমিনে দেখা যায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর গন্ধ যুক্ত পানি রাস্তার যেখানে সেখানে ফেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় উপজেলা হাসপাতাল, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, আরডিআরএস, টিএমএসএস সহ অনেক জায়গা। হাজার হাজার পথচারীদের চলাচলে একমাত্র অবলম্বন এটি। স্থানীয় লোকজন ও পথচারীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ড্রেন নির্মাণ করে চলাচলের উপযোগী করার যেন ব্যবস্তা করা হয়।