কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। হুমকির মুখে ফসলি জমি দেখার কেউ নেই। উপজেলার ছয়টি ইউনিয়নে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। বিক্রি করছে কিছু কুচক্রী মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায় শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতুর দুই পাড়,সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা তিনটি ড্রেজার মেশিন, কালীরহাট বাজার, ভাঙ্গামোড় ইউনিয়নে দুইটি, কাশীপুর, বড়ভিটা ও নাওডাঙ্গা ইউনিয়নে বেশ কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট তহশিলদারদের সাথে যোগাযোগ করা হলে তারা জানেন না বলে এড়িয়ে যান। ঐ সব এলাকার কৃষকরা প্রশাসনের দ্রুত ব্যাবস্থা গ্রহণের দাবি করেন।