এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় আহত সুফিয়া বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী গ্রামের মৃত পনির উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টায় উপজেলার খড়িবাড়ী-নাগেশ্বরী সড়কের শ্যামার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ওই নারীকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু ঘটে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।