এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ- “নাগরিক অধিকার সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর বিকাল তিনটায় উপজেলা সভাকক্ষে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা প্রোগ্রামার অফিসার আজমল হক, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, প্রতিনিধি, উদ্যোক্তা ও সচিববৃন্দসহ আর অনেকে।