এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে লালমনিরহাট ১৫ ব্যাটেলিয়নের আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল বিওপির বিজিবি সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১২এপ্রিল সকাল ১১ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে গোরকমন্ডল বিওপির বিজিবি সদস্যরা ১৭০ জন গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে গোরকমন্ডল বিওপির কমান্ডার সিদ্দিকুর রহমান, হাবিলদার সোবহানসহ বিওপির বিজিবি সদস্যগণ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পারভীন বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।