এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৭.০৪.২০২৩ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজের দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার প্রথম দিন সকাল ১০ ঘটিকায় বর্ণাঢ্য রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী,জেলা প্রশাসক সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,ডাঃ অধ্যাপক হামিদুল হক খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন পোদ্দার রতন, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক সরকার টুকু প্রমুখ।