কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
২১.১২.২০২৪ শনিবার
শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে এদিন দাফতরিক কার্যক্রম বন্ধ থাকার কথা কিন্তু উড়েছে জাতীয় পতাকা।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মৎস্য অধিদপ্তর অফিসে।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অফিস খোলার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি নামানো হয়নি। এরপর বৃহস্পতিবার সারারাত এবং শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
উপজেলা মৎস্য অফিস চত্বরে খেলতে থাকা শিক্ষার্থী নূহ ইসলাম (১৬) ও প্রত্যয় রহমান (১৪) বলেন, “এটা জাতীয় পতাকার অবমাননা।” প্রত্যক্ষদর্শী এন্তাজ আলী (৪১) একই মত প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “ভুলবশত বৃহস্পতিবার জাতীয় পতাকা নামানো হয়নি। কর্মচারীর বাড়ি দূরে হওয়ায় আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) পতাকাটি নামানো হবে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি সমাধান করা হবে।”