এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ফুলবাড়ী উপজেলার ছাত্র-যুবকসহ সকল শ্রেণীর মানুষকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
তিনি বলেন দেশে আজ মরণব্যাধি কোভিড-১৯ করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে প্রতিনিয়ত শত শত মানুষের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে ।
দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সরকারের মিথ্যা মামলায় জর্জরিত । তাই মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছেন না। তিনি আজ বিভিন্ন রোগে ভুগছেন তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি ছাত্রসমাজকে এই দেশের এই সঙ্কট মুহূর্তে মরণব্যাধি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক উপজেলার প্রতিটি মানুষের জীবনে।
তিনি বলেন আমাদের ফুলবাড়ী উপজেলা সীমান্তবর্তী হওয়ায় করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে আছি। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন সুরক্ষিত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।