এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৪ জানুয়ারি সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ জুয়ারীকে নগদ ৫০হাজার টাকা ও ২সেট তাসসহ আটক করেছে থানা পুলিশ।
রবিবার রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় নগদ ৫০হাজার টাকা ও ২সেট তাসসহ ৯ জুয়ারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেনঃ-১. শরীফ উদ্দিন পিতা আঃ রহমান,২. মোজাহার আলী পিতা মৃত আঃ সাত্তার,৩. শাহ আলম পিতা মৃত ইসমাইল হোসেন গ্রাম শিয়ালকান্দা,৪. আঃ রশিদ পিতা মৃত হবিবর রহমান গ্রাম পশ্চিম কুটি নাওডাঙ্গা,৫. আঃ কাদের পিতা মজিবর রহমান, ৬. হাফেজ আলী পিতা মৃত আয়েজ উদ্দিন গ্রাম রামখানা উভয়ের উপজেলা নাগেশ্বরী ৭. সিরাজুল হক পিতা মৃত জহির উদ্দিন ৮. আহমদ আলী পিতা মৃত আজগার আলী গ্রাম অনন্তপুর,৮. আমিনুল ইসলাম পিতা রমজান আলী, গ্রাম বেড়াকুটি উভয়ের উপজেলা ফুলবাড়ী। আটককৃত জুয়ারীর বিরুদ্ধে জুয়ারী আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়