জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১২ অক্টোবর বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে ৭কেজি ৯০০গ্রাম গাঁজা ও ১০৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক ও ১টি মাইক্রোবাস জব্দ করেছে।
মঙ্গলবার সন্ধ্যা ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া বাজারে ১টি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দেয়। গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী রেখে পালানোর চেষ্টাকালে ৩জন মাদক ব্যবসায়ী কে আটক করে বাজারের লোকজনের সম্মুখে মাইক্রোবাস তল্লাশি করে ৭কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাইক্রোবাসটি জব্দ করে।
আটককৃতরা হলেন কুখ্যাত মাদক কারবারি পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০)।
মঙ্গলবার অপর একটি অভিযানে ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর ইসলাম (৩১) কে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ বেশ কিছু টাকা উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান।