এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৩.১১.২০২৩ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ গুয়াবাড়ী ঘাট ব্রীজের নিচ ৭কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মাদক চোরাকারবারি শহিদুল (৩৫) ও আবু হোসেন (৪০) ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক চোরাকারবাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।