জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৮.১১.২০২৩ মঙ্গলবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে সোমবার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (বলদীটারী) এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইকের চালকের সীটের নীচ লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেন ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।