জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর রাবাইতারী গ্রামের পলাতক আসামি-মনিরুদ্দিনের বাড়িতে এসময় ( ১) শফিকুল ইসলাম (৩০) শাহীন মিস্ত্রী(২৫) কে ৫ কেজি ৪০০গ্রাম গাঁজা সহ আটক করে । অপর দিকে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ইউনিয়নের উত্তর রাবাইতারী মহির উদ্দিনের বাড়ির পিছনে সুপারি বাগানের ভীতর হইতে, পরিত্যক্ত ৫ কেজি গাঁজা উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।