জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০ মার্চ রোববার কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ৯২তম জন্মদিন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।পরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজা রহমান মাস্টার, যুগ্ন আহবায়ক হারুন-অর-রশিদ, মোস্তাক আহমেদ মাস্টার, জাতীয় ছাত্রসমাজ নেতা এনামুল হক বসনিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।