জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০২ মার্চ বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাড়ে ৭কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ছয় টার সময় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এসআই মোঃ রাহাত আলম,এএসআই মোঃ আব্দুল কাদের, এএসআই ও মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর যোতইন্দ্রনারায়ন এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার কোরবান আলীর পুত্র মাদক ব্যবসায়ী মাহাবুব (৩৫)কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান।