জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ (কমিটি গঠন) উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সাংবাদিক ঐক্য পরিষদ এর আত্মপ্রকাশ (কমিটি গঠন) উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,সাবেক ছাত্র ও যুবনেতা সামসুজ্জামান হাসু, এস আই আব্দুর রশিদ, শিক্ষক নেতা গোলাম মর্তুজা বকুল। আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আজিজ মজনু, সাংবাদিক অলিউর রহমান নয়ন, মাহাবুব হোসেন সরকার লিটু, জাকারিয়া মিঞা প্রমূখ। আলোচনা সভা শেষে স্বদেশ প্রতিদিনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি,এশিয়ান এক্সপ্রেস এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এইচএম বাবুলকে সভাপতি ও দৈনিক জনবানী পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসময় ফুলবাড়ী উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান হাবিব।