এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
৩১.০১.২০২৫ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগাহাট আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরবেলা এ অগ্নিকাণ্ডে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রসহ প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে হঠাৎ সমিতির কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ফজর নামাজ পড়তে আসা লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সমিতির ম্যানেজার প্রদীপ কুমার পাল ও সভাপতি মমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়। তবে তারা বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা নাকচ করেছেন। তাদের মতে, শর্ট সার্কিট হলে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকত।
ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন গংগাহাট অভিযোগ কেন্দ্রের লাইসম্যান শরিফুল ইসলামও শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানান, মিটার ও বিদ্যুৎ সংযোগ ঠিক ছিল। অন্য কোনো কারণে আগুন লেগেছে বলে তার ধারণা।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মানিক মিয়া জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে।
এ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।