এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৬ ই আগস্ট রবিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল চারটায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল হক লিটু , সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, অলিউর রহমান নয়ন, শাহিনুর রহমান শাহীন, অন্যান্য সাংবাদিকগণ ।