জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: -কুড়িগ্রামের ফুলবাড়ীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দপুরে ২টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগান্তর পত্রিকা উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল, দৈনিক সমকাল ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক এইচ এম বাবুল, জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাক উপজেলা সংবাদদাতা অনিল চন্দ্র রায়, জিয়াউর রহমান, মুহাম্মদ ছদরুজ্জামান, ও প্রভাষক আরাবুর রহমান সরকার, ফরহাদ হোসেন টুকু, নবিউল ইসলাম প্রমূখ।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল বাতেন।