জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: -কুড়িগ্রামের ফুলবাড়ীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দপুরে ২টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগান্তর পত্রিকা উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল, দৈনিক সমকাল ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক এইচ এম বাবুল, জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাক উপজেলা সংবাদদাতা অনিল চন্দ্র রায়, জিয়াউর রহমান, মুহাম্মদ ছদরুজ্জামান, ও প্রভাষক আরাবুর রহমান সরকার, ফরহাদ হোসেন টুকু, নবিউল ইসলাম প্রমূখ।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল বাতেন।
Leave a Reply