এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০১.০৫.২০২৩ সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করেছে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ,এসময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক সভাপতি আঃ মালেক লেচু, সাধারণ সম্পাদক মোজাম্মেল জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মুকুল বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ট্রাক-লোরি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ জলিল, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সামাদ, সাধারণ সম্পাদক আমিন, ট্রাক্টর ট্রলি ভটভটি সমিতির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।পরে বর্ণাঢ্য রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।