এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
১৫ আগস্ট রবিবার সকাল সাড়ে নয়টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ফুলবাড়ী থানা, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী মহিলা যুবলীগ, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ, আওয়ামিলীগ’কৃষক লীগ, ফুলবাড়ী প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস , সোনালী ব্যাংক লিমিটেড ,কালের কন্ঠ শুভ সংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ , জেলা পরিষদের সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন প্রমুখ।