এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
২৩ নভেম্বর মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় মাদক ১০০ বোতল স্ক্যাফ সহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় ফুলবাড়ী সদর ইউনিয়নের শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে ব্রীজ বাজার এলাকায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিচুর রহমান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ভারতীয় মাদক স্ক্যাফ সিরাপ সহ আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়।