এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: করোনাকালীন এই দুঃসময়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৬ জুলাই মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী হেলিপ্যাড মাঠে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেককে ৫ কেজি চাউল, ৩ কেজি আটা, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও একটি করে টি-শার্ট প্রদান করা হয়।
এ সময় ফুলবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা হাবিবুর রহমান হাবিব, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবক ও রংপুর বিভাগের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।