এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা রং বেরং পোশাক পরে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঘোড়ার গাড়ি,গরুর গাড়ি ও মহিষের গাড়িতে চড়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এদিকে পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও উপজেলার কাশিপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আটিয়াবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতি বছরের ন্যায় আজকেও নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন প্রতি বছরের ন্যায় বাংলার ঐতিহ্য গুলো ছাত্র-ছাত্রীদের মাঝে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।