এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৭ মার্চ সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় কানু চন্দ্র সেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা ধর্মপুর এলাকার ফুলবাড়ী -টু- নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলা কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আশুতোষ চন্দ্র সেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী নিলাম্বর চন্দ্র সেন ও গৌতম চন্দ্র সেন জানান, ‘ফুলবাড়ী থেকে একটি মালবাহী পিকআপ ভ্যান দ্রুতগতিতে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ধর্মপুর এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারী বৃদ্ধকে চাপা দিয়ে গুরুতর আহত করে।
এ সময় পিকআপ ভ্যানে থাকা দুই সহযোগীসহ চালক পিকআপ ভ্যান রেখে দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। আমরা দ্রুত রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা-মেট্রো-ন-১৬৪৫১০ নাম্বার পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ‘পিকআপ ভ্যানটির চালকসহ দুই সহযোগী পালিয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার চালকের বিরুদ্ধে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।