জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিন ব্যাপী নানান কর্মসূচি পালিত হয়েছে।
১লা সেপ্টেম্বর শুক্রবার উপজেলা বিএনপির আয়োজনে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সহ-সভাপতি আলতাফ হোসেন প্রামানিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক আঃ খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়।