এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুইজন।
আক্রান্ত দুইজনকে আইসোলেশন এর জন্য বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে লকডাউন এর আওতায় আনা হয়েছে। জানা যায়, গতকাল নতুন করে দুইজন করোনা পজিটিভ হওয়ায় আজ ১৭ জুন বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে লকডাউন ঘোষণা করেন । করোনা আক্রান্তরা হলেন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের আলাবক্স এর পুত্র মোঃ আজিজার রহমান (৬০) ও কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের রহমত আলীর পুত্র, মোঃ শাহালম (৪৩)। উভয়ের বাড়িতে পতাকা টাঙ্গিয়ে লকডাউনের আওতায় নিয়ে আসে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ ।