এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা উদ্ধার ও এক নারীসহ ২ জন কে আটক করেছে পুলিশ। ৪ মে শুক্রবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা ক্লিনিক মোড়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কুরুষা ফেরুষা গ্রামের মল্লিকের কুটি এলাকার মৃত জরু মন্ডলের স্ত্রী জাহেরা বেগম (৩৫) ও একই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে রাশেদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায় ফুলবাড়ী থানার এসআই আশরাফ তার সঙ্গীয় ফোর্স নিয়ে কুরুষা ফেরুষা ক্লিনিক মোড়ে অভিযান চালায়। এসময় জাহেরা বেগমকে আটক করে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করে ১ কেজি গাজা উদ্ধার করে। অপর অভিযানে রাশেদুল ইসলামকে মোটর সাইকেল সহ আটক করে মোটর সাইকেলের সীটের নিচে অভিনব কায়দায় রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।