কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
১২.০৭.২০২৪ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ ২ জন নারী মাদক চোরাকারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরলা ব্রিজ থেকে ( ১) জোহরা বেগম (৪৫) (২) সাবেরা বেগমের (২৫) বডিতে ফিটিং করে মাদক পরিবহনের সময় যাত্রী বেশে বিশেষ কায়দায় শরীরে ফিটিংকৃত অবস্থায় ২ কেজিসহ ২জন নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির বাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে বলে জানান থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।