এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় দুইজন জুয়াড়িকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
২৫ জুলাই রবিবার ফুলবাড়ী থানা পুলিশ গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার জুলহাস মিয়ার বাঁশ ঝারে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় দুইজন জুয়াড়িকে আটক করেন। আটককৃতরা হলেন উত্তর কাশিপুর এলাকার জাবেদ আলীর আজিজুল হক (৪০),একই এলাকার মৃত আছিমুদ্দিনের ছেলে আব্দুল আজিজ(৫৮)। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ওই দুইজন জুয়াড়ির নামে জুয়া আইন মামলা দেওয়া হয়েছে।