এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৫.০৬.২০২৩ রবিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চাঁদের বাজারে বাইসাইকেল আরোহী পিতা পুত্রকে ইট বাহী ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার দুপুরে উপজেলার কাশিয়াবাড়ী থেকে বাইসাইকেল যোগে ফুলবাড়ী আসার পথে চাঁদের বাজারে পিছন থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ইট বোঝাই ট্রলির চাকা হঠাৎ পাম্পছাড় হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা পিতা ছেলেকে ধাক্কা দিলে দুই জনে মারাত্মক আহত হয়, পরের স্থানীয়রা দুই জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছেলে মাসুদ রানা (৯)কে মৃত ঘোষণা করেন। বাবা একরামুল হকের (৪০) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান চালক ও হেলপার কে আটক করা হয়েছে। এবং ট্রলিটি জব্দ করা হয়েছে।