এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ থেকে বণার্ঢ্য আয়োজনে ঢোলঢাক বাজিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মইনুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ জান্নাতী বেগম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আজিজার রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মোঃ মোস্তাক আহমেদ সদস্য সচিব জাতীয় পার্টি কাশীপুর ইউনিয়ন শাখাসহ জাতীয় যুব সমাজ ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply