এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-নকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২২আগষ্ট রবিবার দুপুরে গংগারহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ,বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক, মইনুল হক,যুগ্ন আহবায়ক হারুন-অর-রশিদ, কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদসহ জাতীয় পার্টি, জাতীয় যুব সমাজ ও জাতীয় ছাত্রসমাজের নেতৃবৃন্দ ।