এইচ এম বাবুল
জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৯.০৩.২০২৪ সোমবার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন প্রার্থী।
প্রার্থীরা হলেন ১. বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ২. উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ৩. সাবেক শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী, ৪. বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ওয়াহেদ আলী, ৫. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন,৬. সাবেক ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা জাসদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাদল ও ৭. ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।
প্রার্থীরা হাটে বাজারে পাড়া মহল্লায় মানুষের কাছে ছুটে যাচ্ছেন। চলছে ইফতার পার্টি। বন্ধু বান্ধব আত্নীয় স্বজনের সাথে নুতন করে সম্পর্ক স্থাপন করতে দেখা যাচ্ছে।