জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৯.০৫.২০২৩ মঙ্গলবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ উভয় গ্রুপের অন্তত ৭জন আহত হয়েছে।
সোমবার (৭ মে) রাত ৯ টার দিকে উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনার জন্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে দায়ী করেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল। এবিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, অস্বীকার করেছেন, তিনি বলেন, এটি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান গ্রুপের সঙ্গে গত তিন দিন ধরে উপজেলা ছাত্রলীগের উত্তেজনা চলছিল।
সোমবার সন্ধ্যায় মেহেদী তার লোকজনসহ ফুলবাড়ী শহরের তিনকোণা মোড়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুষারের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রহমান জানান বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।