এইচ এম বাবুল জেলা প্রতিনিধিঃ–
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি ১ জন নারী কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ব্রিজ চেকপোস্টের সামনে টহলরত পুলিশ সিএনজি থামিয়ে একজন মহিলা যাত্রীকে পুলিশ দিয়ে শরীর তল্লাশি চালিয়ে ২ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী ওই নারী মোছাঃ হেলেনা বেগম (৫৪) স্বামী খোরশেদ হোসেন। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর মাঠপাড়া এলাকায়। আটককৃত মাদক ব্যবসায়ী ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়।