এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ১৫২ বোতল মাদক এস্কাপ সিরাপ ও ১৬ বোতল ফেন্সিডিলসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার রাত সাড়ে এগারোটায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যোতিন্দ্র নারায়ণ গ্রামের মৃত ছোলজার আলীর পুত্র ‘বি’ক্যাটাগরির ৬টি মাদক মামলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী রহিদুল হক @অহিদুল ইসলাম(৩৫) বসতঘর ও বসতঘর সংলগ্ন আশপাশ এলাকা তল্লাশি করে তার নিকট হতে ও তার দেখানো মতে ভারতীয় ১৫২ বোতল মাদক এস্কাপ সিরাপ ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়।