কুড়িগ্রাম প্রতিনিধিঃ ফুলবাড়ীতে কাঠের সেতু ভেঙ্গে যাওয়ায় পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি রয়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যায় কাঠের সেতু ভেঙ্গে যাওয়ায় প্রায় ১৫ হাজার মানুষের চরম ভোগান্তিতে পড়েছেন। পারাপারের একমাত্র ভরসা এখন ড্রামের তৈরী ভেলা। ফলে প্রতিনিয়িত স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পাড়াপাড় করছেন। পাড়াপাড় করতে গিয়ে অনেক শিক্ষার্থীসহ অনেকেই দুঘটনার শিকার হচ্ছেন।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম এলাকায় গিয়ে দেখা গেছে, গত ৪ বছর আগে বড়ভিটা ইউনিয়ন পরিষদের অর্থায়নে নীলকমল নদীর উপর কাঠের সেতুটি তৈরী করেন।
সেতুটি তৈরীর পর থেকেই বড়ভিটা ইউনিয়নের ধনিরাম, বুড়ির চর, চরমেখলি, চর ধনিরাম, ঘোগারকুটিসহ পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পারাপার করতেন।
সেতুটি নির্মানের জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পায়নি এলাকাবাসী। পরে বাধ্য হয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে পারাপারের জন্য ড্রামের ভেলা তৈরি করে শিশু-বৃদ্ধসহ হাজারও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার করছে।
এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়া জানান, সেতুটি নির্মানের জন্য এলজি এসপি প্রকল্পের অন্তর্ভুক্ত আছে। সামনের শুকনো মৌসুমে একটি কাঠের সেতু নির্মান করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের জানা আছে, সেতু নির্মানের কার্যকারী ব্যবস্থা নেওয়া হবে।