এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
১৯.০৩.২০২৫ বুধবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত কর্মী সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুম অনুষ্ঠিত কর্মীসভায় ফুলবাড়ী উপজেলা ওলামা দলের আহবায়ক মোসেফ আলীর সভাপতিত্বে ও ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক মইনুদ্দিন সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মাওলানা ডেষ্টিন ফজলুল হক, প্রধান বক্তা ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা ইউনুস সরকার,আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ মান্নান মুকুল,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।