এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৫ মার্চ মঙ্গলবার, কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজাদ্দেদীয়া মুর্শিদাবাদী অলিয়ে কামেল মরহুম ইব্রাহীম পাগলের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহাপবিত্র ওরশ মোবারক অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ওরস উদযাপন কমিটির আয়োজনে উপজেলার কাছারী মাঠ সংলগ্ন মাজার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল দশটায় মাজারে চাদর পরানোসহ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ভারতীয় হলদীবাড়ী মাজার শরীফের মরহুম হজরত একরামুল হক (রহঃ) এর বংশের গদ্দীনশীন পীরজাদা নকশাবন্দী সৈয়দ আলহাজ্ব সামসুদ্দিন হক বাবু হুজুর, দিনাজপুরের চেরাগপুর গদ্দীনশীন খন্দকার শাহিনুর ইসলাম, মরহুম ইব্রাহিম পাগলের বংশধরের নাতী,ভাতিজা,ওরশ উদযাপন কমিটির সভাপতি আলী হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক এমদাদুল হক সরকার, ক্যাশিয়ার তৈয়ব আলী মাজার কমিটির, সভাপতি ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, মাজার প্রতিষ্ঠাতা আবেদ আলীসহ আরো অনেকে। ওরশ মোবারক উপলক্ষে আর বিভিন্ন জায়গা থেকে হাজত,মানত নিয়ে হাজারো নর-নারীর ঢল নামে মাজার প্রাঙ্গণে । এ সময় ভক্তদের মাঝে তবারক বিতরণ করছেন।
Leave a Reply