জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৮.০৭.২০২৩ মঙ্গলবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আট কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারি কে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার মাদক চোরাকারবারি মল্লিক মিয়া (৪২) এর বসত বাড়ীর গোয়াল ঘরে বিশেষ কায়দায় রক্ষিত ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
এব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। তিনি বলেন আটককৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।