এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সীমান্ত এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ জানুয়ারী শনিবার দুপুর ২.৩৫ ঘটিকায় তালা বন্ধ একটি ঘরে বিদ্যুৎতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে এলাকাবাসীর দাবি। বাড়ির মালিক ভিক্ষুক, প্রতিবন্ধী ও দিন মজুর হওয়ায় বাড়িতে কেউ ছিলো না। প্রতিবেসীরা আগুন জ্বলতে দেখে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অনেক দেরিতে আসায় ৬ টি পরিবারের ঘর গুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পরিবারের লোকজনের কান্না ও আহাজারি শোকের ছায়া নেমেছেন। সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী সরকার উপস্থিত হয়ে প্রত্যোক পরিবার কে ২ টি করে খাদ্য ভর্তি বস্তা,৩ টি করে কম্বল বিতরণ করেন। তিনি সকল পরিবারকে ঢেউ টিন ও নগদ টাকা দেয়ার আশ্বাস দেন। এসময় কাশীপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তার আগে সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ও যুবলীগ নেতা উত্তম কুমার মোহন্ত শুকনো খাবার, কম্বল ও নগদ টাকা বিতরণ করেন।