কুড়িগ্রাম প্রতিনিধি
০৮.০৯.২০২৪ রবিবার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ৪ও৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কালীঘাট প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোগামেল হক মাস্টার, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক কাশিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক,প্রমুখ।