হিফজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ দখলদার ইসরাঈল কতৃর্ক নিরীহ ফিলিস্থিনিদের উপর বর্বরোচিত হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সিলেটের বৃহত্তর অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১/০৫/২০২১ ইং রোজ শুক্রবার বেলা ৩,০০ঘটিকায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তরা অবিলম্বে এই গন হত্যা বন্ধ ও নিরীহ ফিলিস্থিনীদের জান মাল রক্ষার তাগিদে মুসলিম নেতাদের এগিয়ে আাসার আহবান জানান। নির্যাতিত ফিলিস্তিনের পাশে থাকার কথা ব্যক্ত করে বলেন আমরা মজলুম ফিলিস্তিনি মুসলমানদের সাথে আছি, ইনশাআল্লাহ ফিলিস্তিনিদের জয় হবে তাদের স্বাধীনতা ও উদ্ধার হবে অচিরেই। দখলদার ইসরাঈলীদের হামলা ও দখলবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরাঈলীদের সাথে যুদ্ধবিরতীর বিষয়ে সচেতন থাকতে হবে ফিলিস্তিনিদের। কারণ ইসরাঈলীদের বিশ্বাস করা যায় না।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক কবির আহমদ খাঁন। মনিরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান খোকন, আলী আকবর রাজন, হিফজুর রহমান, পারভেজ আহমদ, শাহান আল মাহমুদ, রাজিব দাস, নাসির উদ্দিন আবু হুরায়রা জাবের,আব্দুল মুমিন লাহিন, আব্দুল্লাহ আল মামুন, রাকিব আল মাহমুদ, মস্তফা কামাল সহ আরো অনেকে।
এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।